—রবীন্দ্রনাথ ঠাকুর তোমারেই যেন ভালোবাসিয়াছিশত রূপে শত বারজনমে জনমে, যুগে যুগে অনিবার।চিরকাল ধরে মুগ্ধ হৃদয়গাঁথিয়াছে গীতহার,কত রূপ ধরে পরেছ গলায়,নিয়েছ সে উপহারজনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী,প্রাচীন প্রেমের ব্যথা,অতি পুরাতন বিরহমিলনকথা,অসীম অতীতে চাহিতে চাহিতেদেখা দেয় অবশেষেকালের তিমিররজনী ভেদিয়াতোমারি মুরতি এসে,চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছিযুগল প্রেমের স্রোতেঅনাদিকালের হৃদয়-উৎস হতে।আমরা দুজনে […]
