Shopping Cart
Newsletter   |   Track Order   |   Contact us   |   FAQ
     

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

— রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।আমার […]