—সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুকআজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথেপাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছকচি কচি পাতায় পাঁজর ফাটিয়েহাসছে। ফুল ফুটুক না ফুটুকআজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়েতারপর খুলে –মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়েতারপর তুলে –যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছেযেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলেএকটা দুটো পয়সা পেলেযে হরবোলা ছেলেটাকোকিল ডাকতে ডাকতে যেত– […]
