মোহনা –একের মৃত্যু আর অন্যের সূচনা।নদী তবু ছুটে চলে মোহনার পানেসেখানে মৃত্যু তার অকাট্য সে জানে।নিরন্তর চলছে মানুষ একই মোহনায়সেখানে একের মাঝে অন্যের হয় লয়বিধাতার এই খেলা – ভাংগা আর গড়াসৃষ্টির বৈচিত্র তাই – বাঁচা আর মরা। কবি আঃ ওয়াজেদ মল্লিক, কাব্যগ্রন্থঃ ব্যতিক্রম
Tag: আঃ ওয়াজেদ মল্লিক
অপারেশন থিয়েটার
স্বাগতম! হে মুমূর্ষ-যমের হাত থেকে বাঁচার জন্যএসেছ আরেক যমালয়?এটা থিয়েটার নিশ্চয়বাইস্কোপ তো নয়-এখানে জীবন-মৃত্যুর অভিনয় হয়। মৃত্যু পরোয়ানা সই করেকাফন জড়িয়ে আসো স্ট্রেচারে-এখানে অ্যাক্টর-ডজন খানেক ডাক্তার।ভিকটিম-ইউ আর-সম্ভাব্য মার্ডার। রোস্ট রাখা স্ট্রেচারেচক্র বাতি মাথার পরেযম-দূতেরা মুখোশ পরেঘিরে আছে চারিধারে-টিম লিডার ধরেন ছুরিঅমনি সব কাড়াকাড়ি। ভোজ শেষে-স্ট্রেচার ফিরে আসেহয়তো জীবন্ত লাশনা হয় মুর্দার। কবি আঃ ওয়াজেদ মল্লিক, […]