Shopping Cart
Newsletter   |   Track Order   |   Contact us   |   FAQ
     

Happy New Year 2021

ইতিহাসের পাতায় যোগ হচ্ছে ২০২০! সামনে নতুন বছরের হাতছানি। সেই বছরেও গোটা বিশ্ব পা দিচ্ছে করোনাকে সঙ্গে করেই। নতুন রূপে আগমন হয়েছে তার।

কেমন গেল ২০২০ সাল? এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনার একটা তালিকা লিখতে গিয়ে দেখি, বেশির ভাগই মন খারাপ করা ঘটনা। আমাদের মস্তিষ্ক হয়তো আনন্দের ঘটনা সহজেই ভুলে যায়, মন খারাপ করা ঘটনাগুলো না চাইলেও সংরক্ষিত থাকে।

২০২০ সালের পুরোটাই ছিল করোনাভাইরাস মহামারীর কারণে বিধ্বংসী এক বছর। বছরের শুরুতেই মানুষকে হতবাক করে দেয় মহামারি করোনা ভাইরাস। চীন থেকে শুরু হয়ে দেশে দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস সারা বিশ্বের মত বাংলাদেশকেও করেছে বিপর্যস্ত। অগণিত মৃত্যু, রোগ-জরা, উদ্বেগ, আতঙ্ক, হতাশা, ব্যর্থতার সাথে মরণপণ যুদ্ধ করে মানুষ এখনো টিকে আছে। এসবের মধ্যেই নতুন করে স্বপ্ন দেখছে। বেঁচে থাকার স্বপ্ন, ফিরে পাওয়ার ইচ্ছে, ঘুরে দাঁড়ানোর তাগিদ সবটা নিয়ে ২০২১-এ পা দিতে চলেছে গোটা বিশ্ব। অন্যদের কথা জানি না, আমি বেশ আগ্রহ নিয়ে সামনের বছরটির জন্য অপেক্ষা করছি। নতুন বছর নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনাও করছি।

২০২১ সালের পৃথিবী হোক রোগ-শোক, জরা-ব্যাধি মুক্ত। মানুষের জীবনযাপনে ফিরে আসুক গতিশীলতা। পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি- সবখানেই আসুক স্বাভাবিক ছন্দ। আগামীর জীবন হোক কল্পিত রঙের মত রঙিন আর সুন্দর- সেই প্রত্যাশা থাকলো।

শুভ হোক ২০২১

Happy New Year 2021 🎂🎉🎆🎈😃🥰

Spread your love
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *