মোহনা –
একের মৃত্যু আর অন্যের সূচনা।
নদী তবু ছুটে চলে মোহনার পানে
সেখানে মৃত্যু তার অকাট্য সে জানে।
নিরন্তর চলছে মানুষ একই মোহনায়
সেখানে একের মাঝে অন্যের হয় লয়
বিধাতার এই খেলা – ভাংগা আর গড়া
সৃষ্টির বৈচিত্র তাই – বাঁচা আর মরা।
কবি আঃ ওয়াজেদ মল্লিক, কাব্যগ্রন্থঃ ব্যতিক্রম