প্রতিদিন সকালে চোখ খুলেই আমরা রঙিন পৃথিবীর রং রূপ উপভোগ করি। যত দূর চোখ যায়, যা কিছু আমরা দেখি- প্রতিটি বস্তুরই নিজস্ব কিছু রং আছে। এমনকি আমাদের দুই চোখের স্বপ্নে রং, কল্পনায়ও রং। রংহীন পৃথিবী আমাদের কাছে অকল্পনীয়। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা উইল প্যাকার এ কথাটিকে সুন্দর ভাষায় বলেছিলেন,
‘‘আমার ভাবনা আকাশের মতো অসীম। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর আমার সব স্বপ্নগুলো উজ্জ্বল রঙে রাঙানো।”
সুন্দর জীবনের প্রত্যাশায় মানুষ স্বপ্ন দেখে, চেষ্টা করে স্বপ্নপূরণের। বাস্তব জীবনে চাওয়া আর পাওয়ার মাঝে ফারাক থাকলেও জীবন গতিহীন হয় না। পরিশ্রমী, ধৈর্যশীল মানুষেরাই এক সময় তাদের জীবনের গল্প পরিবর্তন করতে পারে।
এই পৃথিবী হোক প্রত্যেকটি মানুষের কল্পিত রঙের মত রঙিন আর সুন্দর – সেই প্রত্যাশা থাকলো।