কালো কিন্তু ইউনিভার্সাল কালার। সব রঙের মিশ্রণ হলো কালো। যারা ফ্যাশনসচেতন ও ফ্যাশন তৈরি করেন, কমবেশি সবাই কালো রঙের ভক্ত।
নিরন্তর, রহস্যময়, অভিজাত, আধুনিক ও সময়োপযোগী দেখেই কালো রং মানেই যেন চিরায়ত আবহ (ক্ল্যাসিক্যাল থিম)। পার্টির মওশুমে, রাতের অনুষ্ঠানে কিংবা হালকা শীতে স্টাইলিশ কালো ড্রেস পরার ইচ্ছে আমাদের অনেকের মধ্যেই থাকে৷
বাংলা ট্রেন্ডের কুর্তি লাইনে নতুন সংযোজন হলো – কালো সফট লিনেন ফ্যাব্রিকের পার্টিওয়ার। কালোর ভারী ভাবকে কমানোর জন্য সূক্ষ্ণ সোনালি রঙের সুচিশিল্পের কারুকাজ ড্রেসে যোগ করেছে বাড়তি উজ্জ্বলতা। জমকালো পোশাকটির ফেরি’স হুইলের বুকের কাছে টাসেল দিয়ে ডিটেলিং করা হয়েছে। সাথে সোনালি প্রিন্টের কালো জরজেট ওড়না ড্রেসে এনেছে স্বচ্ছ নাটকীয়তা ৷ ইচ্ছে করলেই আপনি একরঙা কোনও সিল্ক চুড়িদার, পালাজ্জোর সাথে ড্রেসটি পরতে পারেন।
ফ্যাশনেবল আধুনিক পোশাক শুধু সৌন্দর্য বাড়াতেই ভূমিকা রাখে না, একইসঙ্গে আপনার ব্যক্তিত্বকেও প্রকাশ করে। আপনার স্কিন টোন ডার্ক কিংবা ব্রাইট হলেও সমস্যা নেই। শপিং করুন মনের আনন্দে, পছন্দসই রঙ বাছুন। আর হ্যাঁ, মনে রাখুন, যাই পরবেন, বোল্ডলি ক্যারি করুন। সব রঙ আপনাকে নাই মানাতে পারে। কিন্তু আপনাকে সুন্দর দেখানোর জন্য ওই বোল্ডনেসটাই ইউ.এস.পি (USP)।
বাংলাট্রেন্ডের ফেসবুক পেজলিংকঃ https://www.facebook.com/banglatrend