আমি যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধের অনেক গল্প শুনেছি, বইয়ে পড়েছি। ভাবতে অবাক লাগে, আমাদের মতোই দেখতে সাধারন মানুষেরা শুধু অদম্য সাহস নিয়ে শক্তিশালী পাকবাহিনীকে যুদ্ধে পরাস্ত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলো এই দিনে।
১৯৭১এর পর আজ ২০২০এ আরেকটি যুদ্ধ অবশ্য সামনে থেকে দেখছি। করোনার বিপক্ষে মরণপণ যুদ্ধ। সে যুদ্ধও একদিন শেষ হবে বিজয়ে। সকল বীর মুক্তিযোদ্ধা এবং করোনা যোদ্ধাদের জন্য বুকভরা ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা এবং করুণাময়ের কাছে প্রার্থনা।
মহান বিজয় দিবস অমর হোক। বিজয়ের আনন্দ অম্লান থাকুক।